পি ফোম দিয়ে টেন্ট ম্যাট বানানো, একজনের জন্য কতটুকু সাইজ দরকার?
ট্রেকিং বা ক্যাম্পিং করতে গেলে টেন্টের ভেতরে আরামদায়ক ঘুমের জন্য টেন্ট ম্যাট খুবই দরকারি একটা জিনিস। বাজারে অনেক ধরণের ম্যাট পাওয়া যায়, তবে খরচ বাঁচাতে এবং হালকা ওজনের বিকল্প হিসেবে পি-ফোম (Polyethylene Foam) দিয়ে ঘরেই সহজে টেন্ট ম্যাট বানানো যায়।
একজনের জন্য সাইজ কতটুকু দরকার?
একজন অ্যাভারেজ হাইটের মানুষের জন্য ম্যাটের আদর্শ সাইজ হতে পারে:
লম্বা: ৬ ফুট (৭২ ইঞ্চি)
চওড়া: ২ ফুট (২৪ ইঞ্চি)
পুরুত্ব: ১০ মিমি (১ সেন্টিমিটার)
যদি আপনি একটু বেশি কনফোর্ট চান, তাহলে ১২-১৫ মিমি পুরুত্বও নিতে পারেন।
কেন পি-ফোম?
১/ হালকা ওজন (পিঠে বহন করা সহজ)
২/ পানি শোষে না
৩/ ইনসুলেশন ভালো, ঠাণ্ডা মাটি থেকেও বাঁচায়
৪/ সহজে কেটে ফেলা যায় নিজের প্রয়োজন অনুযায়ী
টিপস: পাশে একটু বাড়তি ফোম রাখলে ব্যাগ বা মাথা রাখার জায়গাও তৈরি করা যায়। চাইলে দুইটা ফোম সিট জোড়া দিয়ে বড় সাইজও বানানো সম্ভব
পি-ফোম দিয়ে তৈরি এই ঘরোয়া ম্যাটটা হয়তো বাজারের দামী ম্যাটের মতো বিলাসবহুল না, কিন্তু টিকে থাকে, আরামে ঘুমোতে দেয়, আর অ্যাডভেঞ্চারটা বাজেটের মধ্যেই করে তোলে।
#tourdesh